বিভিন্ন প্রকার প্রেস মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা

ফ্লাই প্রেস মেশিন (Fly press machine):

এই মেশিনের মাধ্যমে পাঞ্চ ও ডাই দিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে শীট মেটালকে বিভিন্ন আকৃতি দেয়া যায় এবং কোনো চিপ্‌স অপসারণ না করে কাটা যায়। আর্মের দু'পাশে দু'টো ভারী বল থাকে যা ফ্লাই হুইলের মতো কাজ করে। হাতলের সাহায্যে আর্মকে ঘুরানো হয়।

আর্ম ঘূর্ণনের মাধ্যমে স্ক্রু উপরে উঠা নামা করে। এই পদ্ধতিতে দ্রুত এবং কার্যকরভাবে (most efficient) মেটালকে বিভিন্ন আকৃতি দিয়ে ফিনিসড প্রডাক্ট (finished product) তৈরি করা যায়। এই মেশিন দিয়ে অল্প দূরত্বে শক্তিশালী স্ট্রোক দেয়া যায়।

ফ্লাই প্রেস মেশিন

ফ্লাই প্রেস মেশিনের প্রধান অংশ (Main parts of Fly press machine):

● কাস্ট আইরন বল (Cast iron ball)

● আর্ম (Arm)

● হাতল (Handle)

● ফ্রেম (Frame)

● টি স্লট (T-slot)

● ডাই (Die)

● পাঞ্চ (Punch)

● র‍্যাম (Ram)

● গাইড (Guide)

● স্ক্রু (Screw )

● নাট (Nut)

● এরেস্টর অথবা স্টপ কলার (Arrestor or stop collar)

ফ্লাই প্রেস মেশিনের প্রধান অংশ

ফ্লাই প্রেস মেশিনের ব্যবহার (Use of fly press machine):

শীট মেটাল থেকে কোনো চিপ্‌স অপসারণ না করে কাটা যায় এবং বিভিন্ন আকৃতি দেয়া যায়। এ মেশিন দিয়ে শক্তি প্রয়োগ করে বুস বা বিয়ারিংয়ের হাউজিং সেটিং, ফিটিং বা খোলার কাজ করা যায়। বিভিন্ন শীটের গ্রুপ বা বোতলের মুখা জাতীয় জিনিসও তৈরি করা হয়।

ফ্লাই প্রেস মেশিন চালনা কৌশল (Operational procedure of fly press machine):

মেশিনের যন্ত্রাংশে কোনো ত্রুটি থাকলে মুক্ত করতে হবে। ঘূর্ণায়মান অংশে তৈল দিতে হবে। জবকে প্রস্তুত করতে হবে। হাত দিয়ে ওয়ার্কপিচকে ফিক্সড ডাইয়ের উপর বসাতে হবে। হাতলকে ঘুরাতে হবে। আর্ম ঘূর্ণনের ফলে গাইডের মধ্য দিয়ে স্ক্রু উপরে উঠা নামা করে। র‍্যাম নিচে নামার ফলে পাঞ্চের মাধ্যমে ডাইয়ের মাপ অনুযায়ী শীট মেটাল কেটে যাবে। 

এই মেশিনে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে জব ও পাঞ্চের মধ্যে হাতের আঙ্গুল চলে যায়। এতে হাত থেকে আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় অথবা আঙ্গুলের হাড় ভেঙ্গে যায়। ওয়ার্কপিচকে ডিফর্মড/কাটা (deformed/ cutting) হলে হাত দিয়ে সতর্কতার সঙ্গে সরাতে হবে।

ফ্লাই প্রেস মেশিন চালনা কৌশল

ফ্লাই প্রেস মেশিন চালনায় নিরাপত্তা ও সতর্কতা (Safety and precaution of fly press machine):

● নিরাপত্তা গার্ড ব্যবহার করতে হবে।

● সতর্কভাবে মেশিন চালাতে হবে।

● জব স্থাপন করার সময় হাতকে পাঞ্চ বরাবর রাখা যাবে না।

● সতর্কভাবে হাতল ঘুরাতে হবে।

● অন্যথায় শরীরে আঘাত লাগতে পারে।

● হাতল ঘুরানোর সময় কাছে কোনো লোক রাখা যাবে না।

● কাজের সময় কথাবার্তা বলা যাবে না।

● অসুস্থ অবস্থায় কাজ করা যাবে না।

● জব ও পাঞ্চের মধ্যে যথাসম্ভব কম দূরত্ব রাখতে হবে।

হ্যান্ড প্রেস মেশিন (Hand press machine):

হাতলে চাপ প্রয়োগের মাধ্যমে র‍্যাম (ram) একচুয়েট (actuate) করে। এই মেশিন দিয়ে অল্প চাপ প্রয়োগে ছিদ্রের (hole) মধ্যে পিন (pin) ও বুস (bush) সেট করা এবং পাতলা শীট বাঁকা করা যায়। কম চাপ প্রয়োগে কাজ করা হয় বিধায় মহিলা শ্রমিকরা সহজে কাজ করতে পারে।

হ্যান্ড প্রেস মেশিন (Hand press machine)

হ্যান্ড প্রেস মেশিনের প্রধান অংশ (Main parts of hand press machine):

● হাতল (Handle)

● র‍্যাম (Ram)

● বেইজ (Base)

● এডজাস্টেবল মেকানিক্যাল স্টপ (Adjustable mechanical stop)

● সেফটি স্টপ কলার (Safety stop collar)

হ্যান্ড প্রেস মেশিনের প্রধান অংশ (Main parts of hand press machine)

হ্যান্ড প্রেস মেশিনের ব্যবহার (Use of hand press machine):

এ মেশিন দিয়ে বিয়ারিং, বুশ ফিটিং এবং শ্যাফট জাতীয় জিনিসের চাবির ঘাট কাটা হয়।

হ্যান্ড প্রেস মেশিন চালনা কৌশল (Operational procedure of hand press machine):

মেশিনে চলমান অংশে তেল দিতে হবে। কোথাও কোনো ত্রুটি থাকলে ত্রুটি মুক্ত করতে হবে। জবকে বেইজের উপর স্থাপন করতে হবে। বুশ/পিনকে জবের ছিদ্র বরাবর স্থাপন করতে হবে। আর্মকে আস্তে আস্তে নামিয়ে ওয়ার্কপিচের কাছাকাছি এনে এডজাস্ট করতে হবে। এডজাস্টেবল মেকানিক্যাল স্টপের মাধ্যমে র‍্যামের একচুয়েশন (actuation) সমন্বয় করতে হবে।

হাতলকে নিচের দিকে চাপ দিলে র‍্যাম বুশ/পিনের উপর চাপ প্রয়োগ করবে এবং ছিদ্র দিয়ে বুশ/পিন প্রবেশ করবে। জবে বেশি শক্তি প্রয়োগ করা যাবে না। এরপর হাতল ছেড়ে দিতে হবে এবং জবকে বেইজ থেকে সরাতে হবে। কাজ শেষে সমস্ত টুলকে নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। মেশিন পরিষ্কার করতে হবে।

হ্যান্ড প্রেস মেশিন চালনা কৌশল (Operational procedure of hand press machine)

হ্যান্ড প্রেস মেশিন চালনায় নিরাপত্তা ও সতর্কতা (Safety and precaution of hand press machine):

● দক্ষ অপারেটর দ্বারা মেশিন চালাতে হবে।

● পায়ের উপর কোনো মেটাল পড়ে আহত হওয়ার আশংকা থাকে।

● নিরাপত্তা জুতো পরিধান করে কাজ করতে হবে।

● চোখে নিরাপত্তা চশমা পড়ে কাজ করতে হবে।

● এপ্রোন পরতে হবে।

● জবকে এলাইন করে শক্ত করে বাঁধতে হবে যেন সব জায়গায় সমান চাপ পড়ে ওয়ার্কপিচের উপর অনেক চাপ পড়ে। চাপে ওয়ার্কপিচ ছিট্‌কে দুর্ঘটনা ঘটতে পারে।

● চাপ দেয়ার সময় টেবিল প্লেট যেন নিরাপদে জবকে ধরে রাখতে পারে।

● ওয়ার্ক এরিয়া থেকে দুই হাত ও শরীরকে দূরে রাখতে হবে।

● চাপ প্রয়োগ করার সময় জবের উপর যেন হাত না যায়।

● খালি হাতে ওয়ার্কপিচ ধরা যাবে না।

● পিস্টন এবং ওয়ার্কপিচের মাঝে যেন হাত না যায়।

হাইড্রোলিক প্রেস মেশিন (Hydraulic press machine):

এই মেশিনে হ্যান্ডেল দ্বারা পাম্প করে হাইড্রোলিক প্রেসার সৃষ্টি করা হয়। হাইড্রোলিক প্রেসারে প্লাঞ্জারটি নিচের দিকে নেমে জবের উপর চাপ প্রয়োগ করে বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে।

হাইড্রোলিক প্রেস মেশিন (Hydraulic press machine)

হাইড্রোলিক প্রেস মেশিনের প্রধান অংশ (Main parts of hydraulic press machine):

● বেইজ (Base)

● ফ্রেম (Frame)

● হাতল (Handle)

● এডজাস্টেবল হাইট (Adjustable height)

● প্রেসার গেজ (Pressure gauge)

● ওয়ার্ক টেবিল (Work table)

● ওয়ার্ক টেবিল বিম (Beam of work table)

● পিস্টন রড (Piston rod)

হাইড্রোলিক প্রেস মেশিনের প্রধান অংশ (Main parts of hydraulic press machine)

হাইড্রোলিক প্রেস মেশিনের ব্যবহার (Use of hydraulic press machine):

হাউজিং থেকে বিয়ারিং খোলা অথবা সংযোজন করা।

হাইড্রোলিক প্রেস মেশিন চালনা কৌশল (Operational procedure of hydraulic press machine):

হাইড্রোলিক প্রেসার মেশিনের সকল যন্ত্রাংশ ভাল আছে কিনা দেখতে হবে। এ মেশিনে সাধারণত তেল কম থাকলে ও পাইপ লাইনে লিক থাকলে সমস্যা হয়। পাইপ লাইনে থ্রেড টেপ ব্যবহারের মাধ্যমে লিক প্রুফ করা যায়। আবার নতুন পাইপ লাইন দ্বারা পরিবর্তন করে সমস্যা সমাধান করা যায়।

অয়েল ট্যাংকে অয়েল দিয়ে পূর্ণ রাখতে হবে। হ্যান্ডেল দ্বারা চাপ দিলে বোঝা যাবে হাইড্রোলিক সিস্টেম কাজ করছে কিনা। প্রথমে হাইড্রোলিক অয়েলের প্রেসার ভাল্ব ঢিল করে দিতে হবে। জবের আকৃতি বুঝে ভাইসে জব শক্তভাবে আটকাতে হবে। যেমন- সকেট থেকে বিয়ারিং আউট করতে হলে ডাইসের সকেটে বিয়ারিং ভালোভাবে আটকাতে হবে। পিস্টন সিলিন্ডার সোজা রাখতে হবে। তারপর হ্যান্ডেল দ্বারা পাম্প করতে হবে।

হ্যান্ডেলে আস্তে আস্তে চাপ দিতে থাকলে প্লাঞ্জারটি সকেটের মাথায় বসবে এবং সকেট নিচের দিকে নামতে থাকবে। কাজ শেষে ভাল্বটি রিলিজ করতে হবে। সিলিন্ডার উপরের দিকে উঠে যাবে। ভাল্বটি অফ করে প্রেসার রিলিজ করতে হবে। র‍্যামকে আস্তে আস্তে উপরে উঠিয়ে প্লেট থেকে ওয়ার্কপিচকে বের করতে হবে।

হাইড্রোলিক প্রেস মেশিন চালনা কৌশল (Operational procedure of hydraulic press machine)

হাইড্রোলিক প্রেস মেশিন চালনায় নিরাপত্তা ও সতর্কতা (Safety and precaution of hydraulic press machine):

● দক্ষ অপারেটর দ্বারা মেশিন চালাতে হবে।

● চোখে নিরাপত্তা চশমা পড়ে কাজ করতে হবে।

● জবকে এলাইন (align) করতে হবে এবং শক্ত করে বাঁধতে হবে যেন সব জায়গায় সমান চাপ পড়ে।

● এপ্রোন পড়তে হবে।

● আর্মকে আস্তে আস্তে নামিয়ে ওয়ার্কপিচের সংস্পর্শে এনে এডজাস্ট করতে হবে।

● ওয়ার্কপিচের উপর অনেক চাপ পড়ে। চাপে ওয়ার্কপিচ ছিট্‌কে দুর্ঘটনা ঘটতে পারে।

● ওয়ার্ক এরিয়া থেকে হাত দূরে রাখতে হবে।

● পায়ের উপর কোনো মেটাল পড়ে আহত হওয়ার আশংকা থাকে। তাই নিরাপত্তা জুতো পরে কাজ করতে হবে।

● হাইড্রোলিক এবং লুব ওয়েল চামড়ায় লাগলে ক্ষতি হতে পারে।

● হাইড্রেলিক প্রেস করার সময় জবের উপর যেন হাত না যায়।

● খালি হাতে ওয়ার্কপিচকে ধরা যাবে না।

● পিস্টন এবং ওয়ার্কপিচের মাঝে যেন হাত না যায়।

বিভিন্ন প্রকার গ্রাইন্ডিং মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url